
ডিসান হসপিটাল NABH ও NABL স্বীকৃত
NABH বা ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড ফর হসপিটালস এন্ড হেলথকেয়ার প্রভাইডারস ভারত সরকার দ্বারা 2006 সালে প্রতিষ্ঠিত । NABH হসপিটাল গুলির পরিষেবা মানের মূল্যায়ন করে ও স্বীকৃতি দেয় । ডিসান, ভারতের মধ্যে সবচাইতে কম সময়ে NABH স্বীকৃতি পেয়েছে, যা এসকর্টস, হিন্দুজা ও লীলাবতির মত অল্প কিছু হসপিটালই লাভ করেছে ।
ভারত সরকার দ্বারা প্রদত্ত NABL বা ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড ফর ল্যাবরোটরিস, প্যাথলজি ল্যাবরেটরির জন্য ‘গোল্ড স্ট্যান্ডার্ড’ বা ‘স্বর্নমান’ এর সমান । PCR, ইমিউনো অ্যাসে ও ফ্লো সাইটোমেট্রির মত প্রযুক্তির ব্যবহারে বিভিন্ন সুপারস্পেস্যালিটি টেস্ট সহ 1000 টিরও বেশী সংখ্যার টেস্টে, NABL স্বীকৃত কলকাতার একমাত্র হসপিটাল ডিসান ।
টেস্টের নাম
- ব্লাড হেমোগ্রাম (13 টি প্যারামিটার)
(WBC, RBC, HGB, HCT, MCV, MCH,
MCHC, PLT, DC, RWD-CV, PDW, MPV, ESR)
- ইউরিক অ্যাসিড
- ক্রিয়েটিনাইন
- ইলেক্ট্রোলাইটস (3 টি প্যারামিটার)
(সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড)
- ক্যালসিয়াম
- ফসফরাস
- ব্লাড সুগার (ফাস্টিং)
- লিপিড প্রোফাইল (7 টি প্যারামিটার)
(টোটাল কোলেস্টেরল, HDL কোলেস্টেরল,
LDL কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড,
VLDL কোলেস্টেরল, টোটাল কোলেস্টেরল /
/ HDL রেশিও, HDL / LDL রেশিও)
- লিভার ফাংশান টেস্ট (9 টি প্যারামিটার)
(টোটাল প্রোটিন, অ্যালবুমিন, গ্লোবিউলিন,
SGPT, SGOT, অ্যালকালাইন ফাস্ফোটেস,
বিলিরুবিন, বিলিরুবিন (D), A/G রেশিও)
- USG (KUB)
- TSH
- ECG
- ডিজিটাল এক্স-রে (PA)
সুপারস্পেস্যালিটি টেস্ট HbA1C
এই টেস্ট টি, কেমিলুমিনেসেন্স প্রযুক্তির ব্যবহারে করা
হয় যার সাহায্যে, রক্তে শেষ 90 দিনের সুগারের পরিমাণ
জানা যায় ।
সুপারস্পেস্যালিটি টেস্ট সিস্টাটিন-C
এই টেস্ট টির সাহায্যে কিডনির যে কোন অস্বাভাবিকতা
ধরা পরে, ক্রিয়েটিনাইন টেস্টের ও আগে ।
সুপারস্পেস্যালিটি টেস্ট C-পেপটাইড
এই টেস্ট টি ডায়াবেটিস 1 ও ডায়াবেটিস 2 এর মধ্যে
পার্থক্য করে । এটিই একমাত্র টেস্ট, যার সাহায্যে বোঝা যায়
ডায়াবেটিস রোগ টি জন্মগত না জীবন যাপন পদ্ধতির
জন্য হয়েছে।